• Enjoy The Nature
  • Life & Death
  • Live in Harmony
  • Growing & Learning
  • Religion
  • Art & Culture
  • Destruction
Photo

Love and Money

ছেলেকে লেখা পর্ব – ১ সুজনেসু, তোমাকে কিভাবে সন্মোধন করবো ভেবে পাচ্ছিলাম না। তোমার বয়স মাত্র ৮ আর আমার ৪৪। ব্যবধান কতো বলোতো? কিন্তু আমরা কথা বলি বন্ধুর মতো। অন্য কেও বললে আমি এভাবে চিঠি লিখতে শুরুও করতাম না, হোউক সে পৃথিবীর সুন্দরীতমা? তোমাকে একটা কথা বলা হয়নি কখনো। যে কোন সিদ্দান্ত নিতে আমি পটু, তা তো তুমি জানোই! ১০ সেকেন্ডের বেশী সময় আমি নেই না। বিমান বাহিনির অফিসার ছিলাম, রক্তে মিশে গেছে অভ্যাসটা। কিন্তু একটা বিষয় নিয়ে আমি চিন্তিত। ভালবাসা আর টাকা এই দুইটা ব্যাপার আমাদের জীবনকে নিয়ন্র্ ন করে। কখনো ভালোবাসা হেরে যায় টাকার কাছে, আবার টাকা হেরে যায় ভালোবাসার কাছে। সিদ্দান্ত নেওয়ার সময় তুমি কোনটার গুরুত্ব দিবে বেশী? তোমার উত্তরের অপেক্ষায় আমি। বন্ধু বাবা ২২ ফেব্রুয়ারী ২০১৯।

ছেলেকে লেখা পর্ব – ১ সুজনেসু, তোমাকে কিভাবে সন্মোধন করবো ভেবে পাচ্ছিলাম না। তোমার বয়স মাত্র ৮ আর আমার ৪৪। ব্যবধান কতো বলোতো? কিন্তু আমরা কথা বলি বন্ধুর মতো। অন্য কেও বললে আমি এভাবে চিঠি লিখতে শুরুও করতাম না, হোউক সে পৃথিবীর সুন্দরীতমা? তোমাকে একটা কথা বলা হয়নি কখনো। যে কোন সিদ্দান্ত নিতে আমি পটু, তা তো তুমি জানোই! ১০ সেকেন্ডের বেশী সময় আমি নেই না। বিমান বাহিনির অফিসার ছিলাম, রক্তে মিশে গেছে অভ্যাসটা। কিন্তু একটা বিষয় নিয়ে আমি চিন্তিত। ভালবাসা আর টাকা এই দুইটা ব্যাপার আমাদের জীবনকে নিয়ন্র্ ন করে। কখনো ভালোবাসা হেরে যায় টাকার কাছে, আবার টাকা হেরে যায় ভালোবাসার কাছে। সিদ্দান্ত নেওয়ার সময় তুমি কোনটার গুরুত্ব দিবে বেশী? তোমার উত্তরের অপেক্ষায় আমি। বন্ধু বাবা ২২ ফেব্রুয়ারী ২০১৯।

Comments

Add Comments