• Enjoy The Nature
  • Life & Death
  • Live in Harmony
  • Growing & Learning
  • Religion
  • Art & Culture
  • Destruction
Photo

News about Creative Kids

ক্রিয়েটিভ কিডস এখন অনেকে শিশু ইন্টারনেটে যুক্ত। ইন্টারনেটে সৃজনশীল কাজ করার মতো সুযোগ কম তাদের। শিশুদের মেধা বিকাশে উদ্যোক্তা মোহাম্মদ শামসুজ্জামান তৈরি করেছেন ক্রিয়েটিভ কিডস নামের একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তিনি। মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘আমি শিশুদের ভবিষ্যতের জন্য কিছু করতে চাই। তাই এটি চালু করেছি। শিশুরা যাতে ইন্টারনেটে শুধু গেমস না খেলে সৃজনশীল কিছু করে নিজের মেধাকে বিকশিত করতে পারে, এ জন্য একটি ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম www.creativekids.world চালু করেছি। এতে শিশুরা তাদের সৃজনশীল কাজ শেয়ার করার সুযোগ পাবে। অভিভাবকেরা শিশুদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে পারবেন।’

ক্রিয়েটিভ কিডস এখন অনেকে শিশু ইন্টারনেটে যুক্ত। ইন্টারনেটে সৃজনশীল কাজ করার মতো সুযোগ কম তাদের। শিশুদের মেধা বিকাশে উদ্যোক্তা মোহাম্মদ শামসুজ্জামান তৈরি করেছেন ক্রিয়েটিভ কিডস নামের একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তিনি। মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘আমি শিশুদের ভবিষ্যতের জন্য কিছু করতে চাই। তাই এটি চালু করেছি। শিশুরা যাতে ইন্টারনেটে শুধু গেমস না খেলে সৃজনশীল কিছু করে নিজের মেধাকে বিকশিত করতে পারে, এ জন্য একটি ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম www.creativekids.world চালু করেছি। এতে শিশুরা তাদের সৃজনশীল কাজ শেয়ার করার সুযোগ পাবে। অভিভাবকেরা শিশুদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে পারবেন।’

Comments

Add Comments